বুধবার, ১৮ মার্চ, ২০২০

বসন্তের পদাবলী

বসন্তের পদাবলী-2
বেলাল সরকার

বাসন্তি প্রিয়াকে মিস করলে 
মোবাইলে দেয় মিসকল
জন্মিনো অবুঝ শিশুর স্তনমুখ শব্দে;
চুক-চুক করে খায় বুকে পায় বল
ছুটিতে ভ্রমনে পাই মুকুলের গন্ধ
চোখ আছে তবুও সব আজ অন্ধ
নিঃস্বত্ব রাতের সরস রিনিঝিনি শব্দ
বাসন্তি মনে পড়ে স্মরণে এখনাব্দ। 
18/03/2020

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০

বসন্তের পদাবলী

বসন্তের পদাবলী-1
বেলাল সরকার

অঝর ধারার আজি রাগ হয়! রাগ হয় যেন
বসন্তের ঝরাপাতার ন্যায়-
আজ রাগ হয় কাঙ্গালের ভুক্ষা পেটের ন্যায়
ফোন বেজে উঠল দুপুরের আহার
ময়লা সমেত পরিষ্কারের সংসারের টানে
ফেলে আসা ধরমের ডাক দেয়।
12.03.2020



রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

 =====================

    // আশা/বেলাল সরকার \\

=====================

বন্ধু আমি চাই না তোমায়, অসীম সুখের ভাগ
কিন্তু যখন থাকবে দুখে দিও আশায় ডাক


তোমার মুখে কান্না নয় দেখতে চায় হাসি
মনে রেখ বন্ধু তোমায় অনেক ভালবাসি


হৃদয় খুলে সপে দিলাম তোরই চরণে
ইচ্ছা হলে আগলে রাখিস হৃদয় গহীনে
অনিচ্ছাতে ছুড়ে ফেলিস
তোরই বাগানে


ভালবাসো আমার তুমি
বুঝব কি করে; জানি তোমায় ছাড়া
যাব আমি মরে


গাছের পরাণ মাটি আর;
তোমার পরাণ আমি তোমার জন্য পৃথিবীতে
জন্ম নিলাম আমি।

২৩/০২/২০২০

 

 

 

মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

বুক পকেটে জ্যোৎন্সা

  বুক পকেটে জ্যোৎন্সা
  বেলাল সরকার  
হঠাৎ করেই বৃষ্টি নামে 
অফিস ফের গলি
চুপিচুপি ভিজলো সাথে
স্মৃতির শহরতলী

রোদ ডুকছে ড্রয়িংরোমে 
স্মৃতির তখন মনরাখাপ
রোদের সাথে ঘুরতে গিয়ে
মেঘের সাথে প্রেমালাপ

জ্যোৎন্সা হঠাৎ বুক পকেটে 
অচেনা সেই টোন
আঁধার বেয়ে বসন— নামে 
ওয়ালপেপার তাই ফোনে

মেঘের বাড়ি খুঁজতে দেখি 
ভুল হলো এক গলি
এসব কথা ফিসফিস করে
স্মুতিকেই কেন বলি। 

14/01/2020