বুধবার, ১৮ মার্চ, ২০২০

বসন্তের পদাবলী

বসন্তের পদাবলী-2
বেলাল সরকার

বাসন্তি প্রিয়াকে মিস করলে 
মোবাইলে দেয় মিসকল
জন্মিনো অবুঝ শিশুর স্তনমুখ শব্দে;
চুক-চুক করে খায় বুকে পায় বল
ছুটিতে ভ্রমনে পাই মুকুলের গন্ধ
চোখ আছে তবুও সব আজ অন্ধ
নিঃস্বত্ব রাতের সরস রিনিঝিনি শব্দ
বাসন্তি মনে পড়ে স্মরণে এখনাব্দ। 
18/03/2020

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০

বসন্তের পদাবলী

বসন্তের পদাবলী-1
বেলাল সরকার

অঝর ধারার আজি রাগ হয়! রাগ হয় যেন
বসন্তের ঝরাপাতার ন্যায়-
আজ রাগ হয় কাঙ্গালের ভুক্ষা পেটের ন্যায়
ফোন বেজে উঠল দুপুরের আহার
ময়লা সমেত পরিষ্কারের সংসারের টানে
ফেলে আসা ধরমের ডাক দেয়।
12.03.2020