বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯

〖বেলাল সরকার〗

স্বপের সিঁড়ি 😶😶😶

প্রকৃতির মাঝে দেখেছি আমি
নদীতে জাল ফেলা মাঝি
সবুজের মাঝে প্রকৃতি যেন
ঝর্ণার চেয়ে খাঁটি।

চৈত্রের ভর দুপুর বেলায়
ছাতা মাথায় চলেছি একা
অবশেষে ক্লান্তি পেয়ে বসে তৃষ্ণা
আর তৃষ্ণায় ফেটেছিল বুক
ডাব আর তরমুজের তাই দিয়েছিলাম ডুব।

স্বপ্নীল ছায়ায় বসে ভাবছি বসে একা
উদ্দীপনা আর স্বপ্নের সিড়িঁ বেয়ে
সফলতা দিবে কি আমার দেখায়।






বেলাল সরকার/

কুড়ি বছর

বছর কুড়ি পরও তার সাথে হয় দেখা

বলবো আমি তাকে ভালবাসি আজও তোমায়

তুমি কি আমায় ভালবাস?


যদি কখনও ফিরে আসো তুমি

বছর কুড়ি পর,

খালি রয়েছে এ সংসার এ ঘর

এই বলে তারে জানালাম বিদায়

রাতের আধাঁরে তার স্মৃতি আমারে জাগায়


যাবার কালে সে দিয়েছিল হাসি,

দুচোখে ছেয়ে যায় স্বপের রাশি

সময় চলে যায়; ভুলে যায় সবাই স্মৃতি

রাতের নিঃঙ্গতায় ঢেকে দেয় বাতি