শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

 মনে পরে স্মৃতি-২
বেলাল সরকার  

টিফিনের এক ফাঁকে
ছেলেরা বাঁধতাম ঝাক
কখনো কামরাঙা বনে
কখনোবা ছুটে নদীর বাঁক

সবেমিলে ঝিলের ধারে
আনন্দ করেছি কত
স্মৃতিতে জাগে সেসব কথা
শুধু ব্যথা পাই শত।

কেউ খুঁজতাম কৃষ্ণচূড়া
কেউ বা আবার বকুল
শেফালির হলুদাভে রঙ
মনেযে হত আকুল।
29/12/2019

বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯

আঠা

  আঠা/বেলাল সরকার


আঠা যেমন পেছন থেকে দুটি বস্তুকে
মিলনের সুখ দেয়
তেমনি আমি সারাজীবন তোমায় পেছন থেকে
সারাজীবন ভালোবেসে যাবো;
জানি না হয়তো তুমি
কোনদিনও মানতে পারবে কিনা
কারণ, আমি ভালবাসি তোমায় 

আঠার উৎকর্ষতাকে উপক্ষো করে যেমন বিচ্ছিন্ন
হতে পারে না দুটি বস্তু; তেমনিভাবে তোমার
কাছ থেকে আমাকে আলাদা করতে
পারবেনা দুনিয়ার যেকোন অপশক্তি
কারণ, আমি তোমায় ভালবাসি

কারণে দ্বিবস্তু যেমন ওতপ্রোতভাবে জড়িয়ে
থাকে। তাতে যদি মহাভারত অশুদ্ধও করা হয়
তবুও আলাদা করা যায় না তার;
তেমনিভাবে ওপারে
অঙ্গাঅঙ্গিভাবে পেতে চাই তোমায়
কারণ, আমি তোমায় ভালবাসি।

18/12/19

বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯

স্বপ্নে মা

স্বপ্নে মা 💖💖💖
বেলাল সরকার 💙💙💙
 
পৃথিবীতে সবচেয়ে মধুর যে, নামটি আমি জানি
তা হলো একটি বিশেষ নাম আমার মা 
সকাল, বিকাল, রাত্রি মা আমি তোমায় দেখি একটি
চোখের আড়াল হলে, দিত মা আমায় গালি। 


আদর সোহাগ ভালোবাসার ছিল না কোন খাদ
দুঃখ কষ্ট বেদনাতে ও দিতো না অপবাদ
মা মা মাগো বলে ডাকি তোমায় যখন
বাবা বলে কাছে ডেকে নিয়েছিলে তখন 

স্বপ্ন ছিল আমার দুচোখে জুড়ে মাকে নিয়ে করব
বিশ্বটাকে জয়; দুআ করো মাগো ভু-ফুড়ে তুলবো
আমি সাত রাজার ধন আজ আমি নিরালয় বসে করলাম এই পন।

12/12/1 
 






সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯

নতুন যাত্রী

নতুন যাত্রী 
বেলাল সরকার

নতুন পথের যাত্রী তোরা 
আয় শিশুরা আয়
নতুন দিনের জ্ঞানী লোকের
নির্ভূল ভরসায়।

নতুন সমাজ গড়তে তোরা
আসলি এই ধরায়
সুশীল ধরার আনন্দলোকে
দেখাস ইশারায়। 

খেলার ছলে ভুলিস না তোরা
মাটি নয়তো করুনা
সেই মাটিতেই জন্মে যারা
দেখাইয়াছে মহিমা। 

10/12/19




বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯

〖বেলাল সরকার〗

স্বপের সিঁড়ি 😶😶😶

প্রকৃতির মাঝে দেখেছি আমি
নদীতে জাল ফেলা মাঝি
সবুজের মাঝে প্রকৃতি যেন
ঝর্ণার চেয়ে খাঁটি।

চৈত্রের ভর দুপুর বেলায়
ছাতা মাথায় চলেছি একা
অবশেষে ক্লান্তি পেয়ে বসে তৃষ্ণা
আর তৃষ্ণায় ফেটেছিল বুক
ডাব আর তরমুজের তাই দিয়েছিলাম ডুব।

স্বপ্নীল ছায়ায় বসে ভাবছি বসে একা
উদ্দীপনা আর স্বপ্নের সিড়িঁ বেয়ে
সফলতা দিবে কি আমার দেখায়।






বেলাল সরকার/

কুড়ি বছর

বছর কুড়ি পরও তার সাথে হয় দেখা

বলবো আমি তাকে ভালবাসি আজও তোমায়

তুমি কি আমায় ভালবাস?


যদি কখনও ফিরে আসো তুমি

বছর কুড়ি পর,

খালি রয়েছে এ সংসার এ ঘর

এই বলে তারে জানালাম বিদায়

রাতের আধাঁরে তার স্মৃতি আমারে জাগায়


যাবার কালে সে দিয়েছিল হাসি,

দুচোখে ছেয়ে যায় স্বপের রাশি

সময় চলে যায়; ভুলে যায় সবাই স্মৃতি

রাতের নিঃঙ্গতায় ঢেকে দেয় বাতি