বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯

〖বেলাল সরকার〗

স্বপের সিঁড়ি 😶😶😶

প্রকৃতির মাঝে দেখেছি আমি
নদীতে জাল ফেলা মাঝি
সবুজের মাঝে প্রকৃতি যেন
ঝর্ণার চেয়ে খাঁটি।

চৈত্রের ভর দুপুর বেলায়
ছাতা মাথায় চলেছি একা
অবশেষে ক্লান্তি পেয়ে বসে তৃষ্ণা
আর তৃষ্ণায় ফেটেছিল বুক
ডাব আর তরমুজের তাই দিয়েছিলাম ডুব।

স্বপ্নীল ছায়ায় বসে ভাবছি বসে একা
উদ্দীপনা আর স্বপ্নের সিড়িঁ বেয়ে
সফলতা দিবে কি আমার দেখায়।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন