বেলাল সরকার/
কুড়ি বছর
বছর কুড়ি পরও তার সাথে হয় দেখা
বলবো আমি তাকে ভালবাসি আজও তোমায়
তুমি কি আমায় ভালবাস?
যদি কখনও ফিরে আসো তুমি
বছর কুড়ি পর,
খালি রয়েছে এ সংসার এ ঘর
এই বলে তারে জানালাম বিদায়
রাতের আধাঁরে তার স্মৃতি আমারে জাগায়
যাবার কালে সে দিয়েছিল হাসি,
দুচোখে ছেয়ে যায় স্বপের রাশি
সময় চলে যায়; ভুলে যায় সবাই স্মৃতি
রাতের নিঃঙ্গতায় ঢেকে দেয় বাতি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন